America, Weapons, Pakistan, পাকিস্তানকে ২০০ কোটির অস্ত্র পাঠিয়েছিল আমেরিকা, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির পাল্টা ইতিহাস মনে করিয়ে খোঁচা ভারতীয় সেনার

আমাদের ভারত, ৫ আগস্ট: রাশিয়া থেকে ভারতের তেল এবং অস্ত্র কেনা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি। আর এই কারণেই ভারতের ওপর আরো বেশি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই চাপানউতরের মাঝে পাকিস্তানের সঙ্গে আমেরিকার ব্যবসায়িক সম্পর্কের অতীত ইতিহাস নিয়ে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছে ভারতীয় সেনা, যা এই পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড থেকে মঙ্গলবার পুরনো একটি সংবাদপত্রের প্রতিবেদনের ছবি প্রকাশ করা হয়েছে ১৯৭১ সালের ৫ আগস্টের একটি প্রতিবেদন। ৫৪ বছর আগে ওই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, সেই প্রতিবেদন বলা হয়েছে, ১৯৫৪ সাল থেকে শুরু করে তখনো পর্যন্ত ২০০ কোটি ডলারের মার্কিন অস্ত্র পাকিস্তানকে সরবরাহ করেছে ওয়াশিংটন। ছবিটির সঙ্গে সংবাদ শিরোনামটি উল্লেখ করে মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে পোস্ট করে ভারতীয় সেনা লিখেছে, সেই বছর এই দিনে। এরপরে আরো লেখা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছিল।

আসলে আমেরিকার সঙ্গে পাকিস্তানের মসৃণ কূটনৈতিক সম্পর্কের কথাই ইঙ্গিতপূর্ণ ভাবে তুলে ধরা হয়েছে। বরাবর পাকিস্তানের বিদেশ নীতি আমেরিকা ঘেঁসা। বর্তমান পরিস্থিতিতে ভারত-পাক সংঘর্ষ বিরতি ও পরবর্তী সময়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের আবহে ভারতীয় সেনার এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প বহুবার দাবি করেছেন, ভারত- পাকিস্তানের যুদ্ধ বিরতি হয়েছে তাঁর হস্তক্ষেপে। কিন্তু ভারত স্পষ্ট করেছে সংঘর্ষ বিরতিতে তৃতীয় কোনো দেশের ভূমিকা নেই। যদিও পাকিস্তান ট্রাম্পের দাবিকে একরকম মান্যতা দিয়েছে।

ফলে দেখা গেছে, ভারত সহ দক্ষিণ এশিয়ায় অনেক দেশের তুলনায় আমেরিকা কম শুল্ক চাপিয়েছে পাকিস্তানের ওপর। ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপালেও পাকিস্তানের ক্ষেত্রে তা মাত্র ১৯ শতাংশ চাপানো হয়েছে।

আবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়েও ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমনকি ভারতীয় অর্থনীতিকে মৃত অর্থনীতি বলতেও দ্বিধা করেননি তিনি। সোমবারও ভারতকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ভারতের উপর শুল্ক আরো বৃদ্ধি করবে আমেরিকা।

ট্রাম্পের এই মন্তব্যের পর সোমবার রাতে বিবৃতি দেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। জানিয়ে দেওয়া হয়, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়া দিল্লিকে বারবার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। যা কেবল অন্যায়ই নয়, অযৌক্তিক। ইউরোপ এবং আমেরিকাও যে রাশিয়ার সঙ্গে ব্যবসা করে তাও স্মরণ করিয়েছে ভারত। নয়া দিল্লি জানায়, শুধু ২০২৪ সালেই ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে ৬৭ হাজার ৫০০ কোটি ইউরো দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। আমেরিকা ওদের নিজের পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হেক্সা ক্লোরাইড, বেলাডিয়াম বিহিত সার ও রাসায়নিক রাশিয়া থেকে কেনে। সে কথা উল্লেখ করেছে ভারত।

ঘটনাচক্রে ট্রাম্পের এই নানা মন্তব্যের ঝড় ও কূটনৈতিক টানাপোড়নের মাঝে ৫৪ বছর আগে আমেরিকা ও পাকিস্তানের ব্যবসার কথা স্মরণ করিয়ে দিল ভারতীয় সেনা‌ আজ, যা বিশ্বের অন্য দেশগুলোর জন্যও বড় বার্তা বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *