আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ জুন: ডাম্পার পাশ কাটিয়ে বের হয়ে যেতেই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুল্যান্সের। ওই অ্যাম্বুল্যান্সে থাকা এক গর্ভবতী মহিলা সহ দু’জন জখম হয়েছেন এবং চালক গুরুতর জখম বলে জানা গিয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে অ্যাম্বুলেন্সটি।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি হলদিবাড়ি রুটের রাখালদেবী এলাকায়। ঘটনাস্থলে ট্র্যাফিক ওসি বাপ্পা সাহা ও কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয়রা জানান, হলদিবাড়ি দিক থেকে অ্যাম্বুলেন্সটি জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার এন্ড চাইন্ড হাবে যাচ্ছিল৷ তাতে একজন গর্ভবতী মহিলা ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে বের হয়ে যায়। সেই সময় ডাম্পারের পিছনে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আম্বুল্যান্সের৷ বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা অনিল রায় বলেন, অল্পের জন্য বড় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পাওয়া গেল।” এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সঞ্জীব বর্মণ বলেন, “দেখে তো মনে হল জখমদের বড় কিছু হয়নি। কিন্তু গাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইনটারনাল সমস্যা হতে পারে জখমদের।” পুলিশ দু’টি গাড়ি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছে।