পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ ফেব্রুয়ারি: রীতিমতো তাঁবু খাটিয়ে আস্ত ফরেস্ট চুরির ঘটনায় চাঞ্চল্য। কেটে ফেলা হয়েছে সরকারি লক্ষ লক্ষ টাকার গাছ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, বনদপ্তরের একাংশ কর্মীর যোগসাজশে সরকারি কয়েক হাজার গাছ মেশিন দিয়ে কেটে নিয়ে যায় দুষ্কৃতিরা। যে ঘটনা জানতে পেরেই এলাকায় গিয়ে গাছ কাটা আটকে দেয় স্থানীয়রা। শুধু তাই নয়, দুষ্কৃতিদের আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হলেও সঠিক সময়ে তপন থানার পুলিশ এসে না পৌছানোয় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এরপরেই রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও পরে পুলিশ পৌঁছে স্বাভাবিক করেছে পরিস্থিতি।
জানা গেছে, তপন ব্লকের রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত কোচাকোনা খাড়ির পাড়ে বনদপ্তরের বহু পুরোনো একটি ফরেস্ট রয়েছে। যেখানেই তাঁবু খাটিয়ে গাছ কাটার মেশিন দিয়ে বিগত কয়েকদিন ধরে আস্ত ফরেস্ট কেটে সাফ করেছে দুষ্কৃতিরা। এদিন বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই এলাকায় গিয়ে এমন গাছ কাটার প্রতিবাদ জানান। উপযুক্ত কাগজ না দেখাতে পারায় গাছ কাটা বন্ধ করে দেন বাসিন্দারা। যে ঘটনার খবর পুলিশকে দিলেও সঠিক সময়ে না পৌছানোয় তীব্র ক্ষোভ উগড়ে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আর এই ঘটনাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, বনদপ্তরের কর্মীদের যোগসাজশেই এমন অবৈধভাবে কয়েক হাজার গাছ কাটা হয়েছে। অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। কিভাবে আস্ত সরকারি ফরেস্ট কেটে সাফ করছে তা নিয়েই এদিন প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। যদিও তার সঠিক উত্তর কেউই দিতে পারেনি।
বিক্ষোভকারী এক বাসিন্দা সুশান্ত মন্ডল বলেন, অবাধে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু লোকজন। যাদের কোনো কাগজপত্র নেই। ঘটনা নিয়ে পুলিশ ও বনদপ্তর নিশ্চুপ থাকায় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।
যদিও তপন থানার পুলিশ জানিয়েছে, এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।