সাথী দাস, পুরুলিয়া, ২১ অক্টোবর: মহাষষ্ঠীর সন্ধে থেকেই পুরুলিয়ার বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল দেখা গিয়েছে। প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যেই বাঁধনছাড়া হয়ে উঠলেন দর্শনার্থীরা। পুরুলিয়া শহরের ধীবর সমিতির মন্দির চত্বরে সমাবেশ বেশি করে ঘটল। এছাড়া চকবাজার ষোলআনা, শরৎ সেন কম্পাউন্ডের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে। সামাজিক দূরত্ব মানার কোনও চেষ্টাই দেখা যায়নি। উৎসবে মশগুল রয়েছেন পুরুলিয়াবাসির একাংশ। যদিও জেলার অন্যতম বড় পুজো নিতুড়িয়া কয়লাঞ্চলে অতীতের মতো দর্শনার্থীদের উপস্থিতি দেখা যায়নি আজ।
বস্তুত, জেলায় ৪৬৪ টি কনটেইনমেন্ট জোন রয়েছে। প্রায় ৭০০ জন করোনা আক্রান্ত রয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ৪৫ জনের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় উৎসব মুখর মানুষ সচেতন হওয়া বাঞ্ছনীয় বলে মনে করছে পুরুলিয়া জেলা প্রশাসন।