পুলিশ কর্তারা দক্ষ হলেও মুখ্যমন্ত্রীর জন্য কাজ করতে পারছেন না, এবার টুইটে তোপ রাজ্যপালের

রাজেন রায়, কলকাতা, ৮ সেপ্টেম্বর: এর আগে পুলিশ প্রশাসনকে দলদাস বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল। নবান্নে বসে তা নিয়ে সরাসরি প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী। তাই এবার কিছুটা সুর বদল করলেন রাজ্যপাল। মঙ্গলবার টুইট করে রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী কার্যত পুলিশের হাত পা বেঁধে রেখেছেন। পুলিশ কর্তারা দক্ষ হলেও মুখ্যমন্ত্রীর জন্য কাজ করতে পারছেন না।

মঙ্গলবার একাধিক টুইট করেছেন রাজ্যপাল। তিনি লেখেন,’ আমাদের রাজ্যের বেশিরভাগ পুলিশ অফিসার যথেষ্ট প্রতিভাবান। তা সত্ত্বেও তাঁরা সঠিকভাবে কাজ করতে পারছেন না। পুলিশ আধিকারিকদের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাই তাঁরা শিরদাঁড়া সোজা রেখে কাজ করতে পারছেন না।’

তিনি টুইটে কটাক্ষ করেছেন,‘দুঃখের বিষয় মন ভয়ে পূর্ণ এবং মাথা লজ্জায় নিচু।’ একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, ‘সরকারি মদতেই বেআইনি বোমাশিল্প ফুলেফেঁপে উঠছে, মাওবাদীরা মাথাচাড়া দিচ্ছে।’

অতি সম্প্রতি রাজভবনের ৫ কর্মীকে রাজভবন থেকে সরিয়ে দেওয়ার জন্য নবান্নে জানিয়েছেন রাজ্যপাল। তাঁর সন্দেহ রাজভবন থেকে তথ্য বাইরে বেরিয়ে যায়। এই আবহে এদিনের টুইটের পর রাজভবন নবান্নের সম্পর্ক আরও অবনতি হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *