রাজেন রায়, কলকাতা, ১৭ নভেম্বর: ফের সংক্রমণ বাড়লেও সুস্থতা পেরিয়ে গেল ৯২ শতাংশ।
এদিন সুস্থদের সংখ্যাও পেরিয়ে গেল ৪ লক্ষ। রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ৩৬৫৪ জনের, সুস্থ হয়েছেন ৪৩৮৮ জন আর মৃত্যু হয়েছে ৫২ জনের। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.০৪ শতাংশে।
মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ৩৬৫৪ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৮২১৭ জন। এদিন আরও ৫২ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৭৭৬৬ জনের। ২৪ ঘন্টায় আরও ৪৩৮৮ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৪০০৩৩৪০ জন।
এদিনও অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৯০৩ জন, উত্তর ২৪ পরগনাতে ৮৬৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৭৪ জন, হুগলিতে ৩৫২ জন, হাওড়ায় ১৯৪ জন, দার্জিলিংয়ে ২৩৩ জন, পশ্চিম মেদিনীপুরে ১৬৩ জন, পূর্ব মেদিনীপুরে ১৫২ জন আর মুর্শিদাবাদে ১১৬ জন সুস্থ হয়েছেন। এদিনও ফের হাসপাতালে রোগীর সংখ্যা কমে গিয়েছে ৭৮৬ জন। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭১১১ জন।
এখনও পর্যন্ত রাজ্যের ৯৫ টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ৫৩০১১৬২ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৪২৩৮ জনের। রাজ্যের ১০১ টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৪৪ টি সরকারি এবং ৫৭ টি বেসরকারি হাসপাতালে মোট ১৩৫০৮ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১৮০৯ জনের। ভেন্টিলেটর রয়েছে ১০৯০ টি। তার মধ্যে মাত্র ২৯.১৫ শতাংশ রোগী ভর্তি আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৩৭৬৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৮৯৫২১৩ জনকে। রাজ্যের ২০০ টি সেফ হোমে ১১৫০৭ টি বেড রয়েছে এবং তাতে ১০৩৭ জন রোগী রয়েছেন।
এদিনের মৃত্যু হিসেবে বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। তার মধ্যে এ দিন কলকাতায় ১৩ জনের, উত্তর ২৪ পরগনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হাওড়ায় ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৩ জন, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং নদীয়ায় ২ জন করে আর দক্ষিণ দিনাজপুর বীরভূম ও হুগলিতে ১ জন করে আরও ১৭ রোগীর মৃত্যু হয়েছে। এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৭৫২ জন, উত্তর ২৪ পরগনায় ৭১০ জন, নদিয়ায় ২২২ জন,
হুগলিতে ২১৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৩২ জন, জলপাইগুড়িতে ১৩৫ জন, দার্জিলিংয়ে ১৬৭ জন আর হাওড়ায় ১৮৫ জনের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।