স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জুন: জল যাতায়াতের জন্য কালভার্ট নির্মিত হলেও, বন্ধ করে রাখা হয়েছে কালভার্টের মুখ। ফলে জল চলাচল করতে না পেরে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা। ফলে জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন দাসপাড়ার বাসিন্দাদের।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টির কারণে জল জমতে থাকে ওই এলাকায়। শনিবার রাতে অত্যাধিক বৃষ্টির কারণে জলবন্দি হয়ে পড়ছে এলাকায় বসবাসকারী প্রায় চল্লিশটি পরিবার। বাড়ির বিভিন্ন ঘরে জল ঢুকে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে গৃহস্থালির দৈনন্দিন কাজকর্ম।অভিযোগ, কালভার্ট নির্মাণ করা হলেও মুখ বন্ধ থাকার কারণে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। স্থানীয় পঞ্চায়েতে বারংবার অভিযোগ জানানো হলেও সমস্যা সমাধানে পদক্ষেপ না করায় ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামবাসীদের মধ্যে।
যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য আজিজুল হক জানিয়েছেন, একটি বিদ্যুতের খুঁটি থাকার কারণে কাজ করতে সমস্যা হচ্ছিল। তবে দ্রুত জল বের করে দেওয়ার উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি।