আমাদের ভারত, হুগলী, ১৭ জুলাই: বিজ্ঞানের ছাত্র অথচ অঙ্ক ছাড়া বাকি বিষয়গুলির পরীক্ষাই হয়নি। তাই মন খারাপ টা স্বাভাবিক। তবুও এই কঠিন সময়ে যে কটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল তার মূল নম্বরের থেকে মাত্র এক নম্বর কম পেয়ে ২০২০ উচ্চমাধ্যমিকে সম্ভাব্য প্রথম চুঁচুড়া কলেজিয়েট স্কুলের ছাত্র ঐক্য ব্যানার্জি।
পদার্থ বিদ্যা, রসায়ন আর পরিসংখ্যান এই তিনটি প্রধান বিষয়ের পরীক্ষা বাকি ছিল। সব বিষয়ের মত মনোবল ও ততটাই জোড়দার ছিল আমড়া তলা গলির ঐক্যর। কিন্তু মহামারি করোনায় দেশজুড়ে লকডাউনে বন্ধ হয়ে যায় সেই বিষয়ের পরীক্ষা। আজ তাই ফল প্রকাশের দিন সবচেয়ে খুশীর দিনেও কিছুটা মনমরা ঐক্য। মূল বিষয় থেকে কিছুটা বেড়িয়ে আগামী দিনে গবেষণা করতে চায় ছেলেটি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কেভিপি আই স্কলারশিপ পাওয়া এই ছাত্র সেই টাকা দিয়েই আগামীর ইচ্ছে পূরণ করতে চায়।

