নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ১ জুলাই, কোচবিহার: কোচবিহারে কমছে করনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে আজকে নতুন করে সংক্রমণমুক্ত হয়েছেন তিনজন। যার ফলে বর্তমানে কোচবিহারে অ্যাক্টিভ কেস দাঁড়ালো মাত্র চার জন। এখনো পর্যন্ত এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৯১ জন।
লকডাউন চলাকালীন কোচবিহারে কোনও সংক্রমনের খবর পাওয়া যায়নি। কিন্তু শ্রমিক স্পেশাল ট্রেন কোচবিহারে আসা শুরু হতেই এই জেলায় এসে পৌঁছয় ১লক্ষ ৩০ হাজার এর বেশি পরিযায়ী শ্রমিক। এদের পরীক্ষার পর অনেকেরই শরীরে মেলে করোনাভাইরাস। বাইরে শ্রমিকদের পাশাপাশি তাদের সংস্পর্শে আসা বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মী ও সাধারণ মানুষ করোনা আক্রান্ত হন। ফলে জেলায় দ্রুত বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা । যদিও ধীরে ধীরে তার প্রত্যকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন জেলাজুড়ে উপসর্গ যুক্ত মানুষের প্রতিনিয়ত খোঁজ চলছে বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মীরা সেই খোঁজ নিচ্ছেন। দ্রুত কোচবিহার করোনা মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন জেলাশাসক।