পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ নভেম্বর: বুধবার মেদিনীপুর শহরে ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।
বৈঠক শেষে এলাকার পেট্রোল পাম্পগুলিতে হানা দেন মন্ত্রী সহ আধিকারিকরা। কারণ দীর্ঘদিন ধরে এলাকার এই পেট্রোল পাম্পগুলিতে কারচুপির অভিযোগ শোনা যাচ্ছিল সাধারণ মানুষের মধ্যে। তাই বুধবার সেই বিষয়ে খতিয়ে দেখতে জেলার বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পগুলিতে অভিযান চালায় তারা। এরপর পাম্পের সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও কথা জানান মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।