স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২জুলাই:
সরকারি শৌচাগার তৈরীর জন্য নিম্নমানের ইঁট ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার কৃষ্ণগঞ্জে। গ্রামবাসীদের অভিযোগ, ইটে সিমেন্ট ব্যবহার করা হয়েছে। তাই গ্রামবাসীরা সরকারি ইট ফেরত পাঠিয়ে দেয়।
জানা যায়, কৃষ্ণগঞ্জের সরকারি শৌচাগার তৈরীর জন্য বিডিও অফিসের মাধ্যমে কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেইমতো কন্ট্রাক্টর শৌচাগার তৈরীর কাজ শুরু করার জন্য ট্রলি করে ইট পাঠিয়ে দেয় গ্রামে। কিন্তু গ্রামের মধ্যে ইট নিয়ে ঢোকার পরেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে ট্রলির চালক। গ্রামবাসীদের অভিযোগ, এই ইট অত্যন্ত নিম্নমানের। শুধু নিম্নমানেরই নয় এই ইটে সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উপস্থিত হয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কিন্তু তারাও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে একে অপরের ওপর দোষারোপ শুরু হয়। বিডিও কন্ট্রাক্টরকে দোষী করে আবার কন্ট্রাক্টর বিডিওর দিকে আঙ্গুল তোলেন। এরপর কৃষ্ণগঞ্জ বিডিও কামাল উদ্দিন যখন আশ্বাস দেন যে যদি আপনাদের এই ইঁট পছন্দ না হয় তাহলে আপনারা ফেরত দিন। পরে ভালো মাল এলে নেবেন তখন বিক্ষোভ উঠে যায়।