স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ ডিসেম্বর: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিটিস্ক্যান ইউনিটে বছর পঁচিশের এক রোগিনীকে শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনায় ওই ইউনিটের এক কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন রোগিনীর পরিবারের লোকেরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হামিদ শেখ। তাঁর বাড়ি বীরভূমে।
জানাগেছে, গলায় ও ঘাড়ে আঘাত নিয়ে রবিবার রায়গঞ্জের লহন্ডা এলাকার বাসিন্দা ওই রোগিনীকে মেডিক্যালের আইসিইউ ইউনিটে ভর্তি করেছিলেন পরিবারের লোকেরা। পরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিটিস্ক্যান করানোর জন্য। অভিযোগ সিটি স্ক্যান করানোর সময় টেকনিশিয়ান হামিদ সেখ ঘর থেকে সবাইকে বের করে দেয়। তারপরেই বাইরে থেকে মহিলার আত্মীয়-স্বজনরা তার চিৎকার শুনতে পান। চিৎকার শুনে তারা ঘরে ঢুকে পড়েন। মহিলা তাদের জানায় যে এই টেকনিশিয়ান খুব খারাপ লোক, সে তার গোপন জায়গায় হাত দিয়েছে। মেডিক্যাল কলেজেরর তৃণমূল প্রভাবিত অস্থায়ী স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি সত্যরঞ্জন সরকার বলেন, পুলিশকে আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।