জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: শনিবার সন্ধ্যেয় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে বিজেপির পরিবর্তন যাত্রা ও সভার শেষে বাড়ি ফেরার পথে তিন কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, এক নম্বর অঞ্চলের বল্লামপুর তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে মারধর করা হয় বিজেপি কর্মীদের, ঘটনায় আহত হয় তিন বিজেপি কর্মী। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপি জেলা সম্পাদক রাজীব কুণ্ডু বলেন, সভা সেরে আমাদের তিন কর্মী বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের জোর করে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করে। এরপর পুলিশের সহযোগিতায় আহত ওই তিন বিজেপি কর্মীকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।