পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: কুকুর শাবককে জ্বালিয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে গেলে এলাকাবাসীদেরও মারধরের চেষ্টা এক যুবকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, দিন কয়েক মেদিনীপুর শহরের অরবিন্দ নগর এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় বেশ কয়েকটি শাবকের জন্ম দিয়েছিল একটি কুকুর। তবে কুকুর শাবকের জন্মের পর থেকেই ওই স্থানে কুকুরদের থাকা নিয়ে আপত্তি জানায় যুবক সন্দীপ পড়িয়া ও তার পরিবারের সদস্যরা। গতকাল থেকে নিজেদের একটি মুরগি নিখোঁজ থাকায় অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যদের সন্দেহ হয় ওই কুকুরটির ওপর। এরপর বুধবার বিকেলে কুকুর শাবকগুলিকে ধরে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে অভিযুক্ত ওই যুবক। কুকুর শাবক গুলি প্রাণে মারা না গেলেও ব্যাপক ভাবে ঝলসে যায়। তারপরই এলাকার মানুষ প্রতিবাদ জানাতে গেলে তাদেরও মারতে উদ্যত হয় অভিযুক্ত যুবক।
পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে নিয়ে যায় এবং নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রের তরফে চিকিৎসার ব্যবস্থা করা হয় কুকুর শাবকগুলির।

