আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ ডিসেম্বর: শুক্রবার কান্দি জেলখানা রোড থেকে পাখমাড়া ডোব পর্যন্ত মমতা ব্যানার্জির নতুন প্রকল্প “বঙ্গধ্বনি যাত্রা”কে উদ্দেশ্য করে একটি পদযাত্রার আয়োজন করা হয় কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পথসভা চলাকালীন কান্দি থানার সামনে এক ব্যক্তি র্যালি দেখে নিজের বাইক সরাচ্ছিলেন। বাইক সড়াতে দেরি হওয়ায় র্যালিটি দাঁড়িয়ে যায় এবং র্যালিতে অংশগ্রহণকারী কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে ঐ ব্যক্তিকে এলোপাতাড়ি মারতে থাকে বলে অভিযোগ। আহত ব্যক্তির নাম বিশ্বজিত সোহানি। তিনি আর্মিতে কর্মরত এবং ছুটিতে বাড়ি এসেছেন বলে জানাগেছে। এইমূহুর্তে তিনি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
মিছিলে ছিলেন তৃণমূলের জেলা মুখপাত্র অপূর্ব সরকার, কো-অর্ডিনেটর অশোক দাস, প্রাক্তন ব্লক সভাপতি সুকান্ত ত্রিবেদী, সঙ্গে কয়েকহাজার তৃণমূল কর্মীরা। শেষে ঝামেলা নিয়ন্ত্রণে আনতে অপূর্ব সরকার এগিয়ে আসেন।