স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ সেপ্টেম্বর: নবদ্বীপ শ্মশানে মৃতদেহ দাহ করতে আসা এক মহিলার ওপর হামলার অভিযোগ এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শ্মশান ঘাট সংলগ্ন এলাকায়।
জানা গেছে, গুরুতর জখম ওই মহিলার নাম লিপিকা সূত্রধর। বয়স আনুমানিক ৫২ বছর। বাড়ি বনগাঁর গোপালনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, নদিয়ার আসাননগর মাজদিয়া এলাকা থেকে একটি দল মৃতদেহ নিয়ে এসেছিল নবদ্বীপ শ্মশানে দাহ করতে। অপরদিকে বনগাঁর গোপালনগর থেকে মৃতদেহ নিয়ে আসে নবদ্বীপ শ্মশানে দাহ করতে। বনগাঁ থেকে মৃতদেহ নিয়ে আসা পরিবার সূত্রে জানা যায়, হঠাৎই এক মদ্যপ ব্যক্তি আমাদের পরিবারের একজনের ওপর হামলা চালায়। সেই সময় আমার বৌদি ঠেকাতে গেলে সেও গুরুতরভাবে আহত হয়।
তবে এ বিষয়ে বাপন মন্ডল নামে এক ব্যক্তি বলেন, বাইরে থেকে দু’টি পার্টি মরা পোড়াতে এসে ঝামেলা করে। আমরা এসব ঝামেলায় না জড়িয়ে নবদ্বীপ থানায় ফোন করি বলে তিনি জানান।