গোপাল রায়, আরামবাগ, ৭ সেপ্টেম্বর: বাড়ির বাসিন্দাকে উচ্ছেদ করার জন্য দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠল প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শুধু তাই নয় বাড়ির লোকজনদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে।
ওই বাড়ির বাসিন্দা অরুণ পালের অভিযোগ, ব্যবসায়ী প্রশান্ত ভট্টাচার্য তাঁর দলবল নিয়ে বাড়িতে হামলা চালায়। বাড়ির মেন গেট ভেঙ্গ ভেতরে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই বিছানাপত্র, সিসি ক্যামেরা, বাড়ির জানলা দরজা সব ভেঙ্গে তছনছ করে। শুধু তাই নয় পরিবারের লোকজনদেরও মারধর করে। বাড়ি না ছাড়লে জানে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
জানা গেছে, ওই বাড়ির মালিক তিন ভাই। বাড়িতে শুধু অরুন পাল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে থাকেন। দুই ভাই আরামবাগে ভাড়া বাড়িতে থাকেন। তিন ভাইয়ের মধ্যে তার এক ভাই অসীম পাল গোপনে বাড়ি বিক্রি করে দিয়েছেন ব্যবসায়ী প্রশান্ত ভট্টাচার্যের কাছে। অরুণ পাল বলেন, এর আগের দিন আরামবাগ থানার পুলিশও বলে গেছে এই বাড়ি খালি করতে হবে। এই বাড়ি প্রশান্ত ভট্টাচার্য কিনেছে। এর পরেই গতকাল রবিবার আমার উপর হামলা চালায় প্রশান্তর দলবল।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রশান্ত ভট্টাচার্য বাড়িটি কিনেছেন। বাড়ি খালি করার জন্য কোর্টের রায় আছে। প্রশান্ত ভট্টাচার্যকে এ বিষয়ে ফোন করলে “এখন আমি ব্যস্ত আছি” বলে ফোনটা কেটে দেন। অবশ্য পুলিশ সূত্রেই জানাগেছে, পুরো বাড়ি বিক্রি হয়নি। তিন ভাইয়ের মধ্যে এক ভাই তার অংশ বিক্রি করেছেন।

