গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ ডিসেম্বর: বিজেপির ১০০টির মত দলীয় পতাকা ও ফেস্টুন খুলে ছিঁড়ে দেওয়ার পাশাপাশি নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর দুই নম্বর অঞ্চলের গড়বাড়ি এলাকায়। এমনকি কর্মীদের মারধরের হুমকিও দেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ।
জানাগেছে, ১০ ডিসেম্বর ওই এলাকায় তৃণমূলের সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই দুদিন আগে বিজেপির টাঙানো দলীয় পতাকা ও
ফেস্টুনগুলি ছিঁড়ে ড্রেনের ভেতরে ও রাস্তার ধারে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে আরামবাগ থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির ৩৯ জেডিসি মন্ডল প্রেসিডেন্ট শুভেন্দু কোলে বলেন, বিজেপির দলীয় পতাকা লাগানো ছিল। স্থানীয় তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা পতাকা ও
ফেস্টুনগুলো খুলে ছিঁড়ে দিয়েছে।
আরামবাগ জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তারই জেরে আজ বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিলেও মানুষ বিজেপির সাথে আছে। মানুষই এর জবাব দেবে।