গোপাল রায়, আরামবাগ, ১৩ নভেম্বর: সিপিএমের পতাকা, ফেস্টুন খুলে ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। একশ টি বেশি দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। আরামবাগ থানার কালিপুর এলাকার ঘটনা।
জানা গেছে, সিপিএমের দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে পতাকাগুলি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও বিজেপি। এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। সিপিএমের আরামবাগ যুব সভাপতি সেখ পলাশ বলেন, ৭ই নভেম্বর দলীয় পতাকাগুলি লাগানো হয়েছিল। সেই দলীয় পতাকা ও ফেস্টুনগুলি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা খুলে ফেলে দেয়। আমরা প্রশাসনকে জানিয়েছি।