আমাদের ভারত, মালদা, ৪ সেপ্টেম্বর: চাল চুরির অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে। এলাকাবাসীর তৎপরতায় হাতেনাতে ধরা পড়লেন স্কুলের মিড ডে মিলের চাল চুরি করতে আসা শিক্ষাকর্মীকে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো মালদা থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
শুক্রবার সকালে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের আহ্লাদমুণি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনা এটি। বিদ্যালয়ের এক শিক্ষাকর্মী সাত সকালেই টোটোতে করে মিড ডে মিলের চাল পাচার করছিল বলে অভিযোগ। সেই সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে স্কুলের এই শিক্ষাকর্মীকে। চাল সহ হাতেনাতে ধরার পর যদিও স্কুল কর্মীর দাবি স্কুলের চালের মান খারাপ থাকায় ডিলারের কাছে ফেরৎ দিতে যাচ্ছিল।

এই এলাকার বাসিন্দা এবং প্রাক্তন কাউন্সিলার বৈশিষ্ট্য ত্রিবেদীর বক্তব্য, গোপনে খুব সকালেই সকলের নজর এড়িয়ে কেন এই চাল ফেরৎ পাঠানো হচ্ছিল? পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন ওই কাউন্সিলর সহ এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টোটো ভর্তি চাল গ্রামবাসীরা আটক করেছে। গ্রামবাসীদের বক্তব্য, মাঝে মধ্যেই ভোরবেলা করে এই চাল পাচার হয়।
যদিও এই ঘটনার বিষয়ে ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি স্বরূপ দাস জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন, কেন সকাল-সকাল ওই চাল কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ফেরৎ যায় তবে স্কুল চলাকালীন সেটা হবে, কেন সবার অলক্ষ্যে চাল যাচ্ছিল তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

