আমাদের ভারত, হুগলী, ১২ জুন: ছাত্রীর উপর যৌন হেনস্থার অভিযোগ উঠল এক কম্পিউটার শিক্ষককের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার মাখলা এলাকার একটি বহুতল আবাসনে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই কম্পিউটার শিক্ষকের নাম সুরজ শা। বাড়ি কলকাতার বালিগঞ্জ এলাকার। হুগলীর উত্তরপাড়ার মাখলায় একটি বহুতল আবাসনে ওই যুবকের দিদি-জামাইবাবু থাকেন। সূত্রের খবর, দিদি ও জামাইবাবুর সেই ফ্ল্যাটেই এলাকারই অল্পবয়সী ছেলে ও মেয়েদের কম্পিউটার শেখাত সুরজ। সেখানেই এই ঘটনাটি ঘটে। নির্যাতিতার মায়ের অভিযোগ, শনিবার দুপুরে কম্পিউটার ক্লাস নেওয়ার কথা ছিল সুরজের। সেই সময় ওই যুবকের দিদি-জামাইবাবু ফ্ল্যাটে ছিলেন না। দিদি-জামাইবাবু না থাকায় ফাঁকা ফ্ল্যাটে ওই নাবালিকা ছাত্রীর উপর যৌন নির্যাতন চালায় সুরজ।
এদিকে সন্ধ্যা হয়ে গেলেও ওই মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে কম্পিউটার ক্লাসে এসে হাজির হন। দেখেন, মেয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছে। পরিবারের লোকজনকে দেখে কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা ছাত্রী। শেষে নির্যাতিতা তার মাকে সমস্ত ঘটনার কথা খুলে বলে।
ঘটনার দিন রাতেই উত্তরপাড়া থানায় সুরজ শায়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে অভিযুক্ত সুরজ শাকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত সুরজের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা করে তদন্ত শুরু করেছে। রবিবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়।