তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি সমর্থিত সদস্যদের ক্লাবে আগুন লাগানোর অভিযোগ

আমাদের ভারত, হাওড়া, ১৪ জানুয়ারি: বিজেপি সমর্থিত সদস্যদের ক্লাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উদয়নারায়ণপুরের হরিশপুর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানিচক গ্রামে। অভিযোগ বুধবার রাতে দুষ্কৃতীরা ক্লাবের ভিতরে থাকা জিনিসপত্র চুরি করে ক্লাবে আগুন লাগিয়ে দেয়। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি ভিত্তিহীন অভিযোগ করেছে। উদয়নারায়নপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, ঠাকুরানিচক গ্রামে স্থানীয় বাসিন্দারা টিনের ছাউনি ও টিন দিয়ে ঘিরে একটি ক্লাবঘর তৈরি করে। বাসিন্দাদের অভিযোগ বুধবার রাতে আচমকা তারা লক্ষ্য করে ক্লাবঘরটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। গ্রামের বাসিন্দারাই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও চোখের নিমেষে ক্লাবঘরটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।

এদিকে ঘটনাকে কেন্দ্র কেন্দ্র বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে উদয়নারায়নপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা সম্পর্কে স্থানীয় বিজেপি নেতা ভোলা সামুই জানান, ক্লাবটির অধিকাংশ সদস্য বিজেপির সমর্থক হওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাভ-ক্ষতি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি অভিযোগ করেন, ক্লাবে আগুন দেওয়ার আগে দুষ্কৃতীরা ক্লাবের ভেতরে থাকা বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

উদয়নারায়ণপুরের ঘটনা সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ায় আতঙ্কে তৃণমূল এই কাজ করছে। তবে আগামীদিন উদয়নারায়ণপুরের মানুষ এর যোগ্য জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন জয় বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। তিনি বলেন, বিজেপি কর্মী সমর্থকরা নিজেরাই ক্লাবে আগুন লাগিয়ে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন নির্বাচনের আগে প্রচারের আলোয় আসার জন্য বিজেপি এই মিথ্যা নাটক করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *