আমাদের ভারত, আরামবাগ, ৩০ জুলাই: সরকারি জায়গা কাঠা প্রতি ৪০ হাজার টাকা করে বিক্রির অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের অর্জুন পাড়া এলাকায়।
যখন সরকার জবর দখল জায়গা পুনরুদ্ধার করতে বুলডোজার অভিযান চালিয়ে যাচ্ছে, তখন সরকারি জায়গা দীর্ঘদিন জবর দখল করে রেখে সেই জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ অন্যজনকে। নিচু তলার এই খবর আদৌ কি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাচ্ছে? অথচ মুখ্যমন্ত্রী সরকারি জায়গা পুনরুদ্ধারে জন্য বারবার বার্তা দিচ্ছেন।
স্থানীয় এক মহিলা রেনুকা দুলে অর্জুন পাড়ার কানা দ্বারকেশ্বর নদীর ধারে খেলার মাঠ আর খেলার মাঠের পাশে ঝোপঝাড়ের পাশে তৈরি করছে নতুন পাকা বাড়ি। তিনি বলছেন, আমি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকি। স্বামী নেই। মাথা গোঁজার সেভাবে জায়গা না থাকায় আমি ওই জায়গাটা নিয়েছি। ওই এলাকার এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা করে প্রতি কাঠা দামে।
অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। বাড়ির লোকজন তার ফোন নাম্বার দিতে চায়নি। অবশেষে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে তিনি বলেন, ওটা আমাদের পাট্টার জায়গা। আমরা কাউকে বিক্রি করিনি। সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন।
কাউন্সিলরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি সমস্ত বিষয়টি বিএলআরওকে জানিয়েছি। আইন আইনের পথেই চলবে।