আমাদের ভারত, হুগলী, ১ মে: ফের রেশনে দুর্নীতির অভিযোগ উঠল এক ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি পান্ডুয়া ব্লকের রানাগড় গ্রামের ঘটনা। অভিযুক্ত রেশন ডিলারের নাম সামশের আলি।

সরকারি নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষকে যে পরিমাণ চাল দেওয়ার কথা, সেখানে অনেকটাই কম পরিমাণে চাল দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছে নতুন নিয়মে রেশন দেওয়া। শুক্রবার রেশন দেওয়া হচ্ছিল রানাগড় গ্রামে, কিন্তু দেখা যায় যে ব্যক্তি ৫ কেজি চাল পাবে তাকে ৩ কেজি ও যে ব্যাক্তি ১০ কেজি চাল পাবে তাকে ৭ কেজি চাল দেওয়া হচ্ছে। এমন ঘটনার প্রতিবাদ করে এলাকাবাসীরা। গ্রামবাসীর কাছে এমন অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন পান্ডুয়ার বিডিও সাথী চক্রবর্তী ও পান্ডুয়ার ওসি সুব্রত দাস। পাশাপাশি এখানে উপস্থিত হন পান্ডুয়ার খাদ্য আধিকারিক সুকৃতি বিশ্বাস এবং খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী। গ্রামবাসীদের কাছে লিখিত অভিযোগ পেয়ে ওই রেশন ডিলারের বিরুদ্ধে সবকিছু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন পান্ডুয়ার বিডিও।


