জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ আগস্ট:
বেলদা থানার খাকুড়দা বাজারে পরপর চুরির ঘটনা ঘটে চললেও পুলিশ সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীদের অভিযোগ। ব্যবসায়ীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে দোকানে বারবার এই ধরনের চুরির ঘটনা ঘটলেও পুলিশ অভিযুক্তদের ধরতে পারেনি। কয়েকদিন আগে বেলদা থানার গুড়দলাতে একটি মুদির দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরির ঘটনা ঘটে। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও সুরাহা হয়নি। সেই ঘটনার কয়েক দিনের মধ্যে সোমবার রাতে খাকুড়দার একাধিক দোকানে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, বাজারের একটি ফাস্টফুডের দোকানে এবং একটি আলু পেঁয়াজের গুদামে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এক আলু ও পেঁয়াজ ব্যবসায়ী দোকান খুলতে এসে দেখেন পিছনের দিকে জানালার রড কেটে ভেতরে ঢুকে টাকার বাক্স ও জিনিসপত্র নিয়ে পালিয়েছে চোরেরা। এক ফাস্টফুড ব্যবসায়ীর দোকানের পেছনের দরজা ভাঙ্গা।দোকানে থাকা বেশ কিছু জিনিস এবং টাকা পয়সা নিয়ে গেছে। সকালে অভিযোগ জানানোর পর দুপুরে তদন্তে আসে বেলদা থানার পুলিশ। পুলিশ প্রশাসনের উদাসীনতায় বারবার অভিযুক্তরা ধরা না পড়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন ব্যবসায়ী ও এলাকাবাসীরা। এবারের ঘটনায় অভিযুক্তরা ধরা পড়ে কি না সেই দিকে তাকিয়ে তারা।

