জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড স্টেশন পাড়া ফুটবল মাঠ দখলের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী স্টেশন পাড়া ফুটবল মাঠে গাছের চারা রোপন করেছে এবং তারকাঁটা দিয়ে খেলার মাঠের চারিদিক ঘিরে ফেলে।
পাশাপাশি খেলার অনুশীলনের জন্য যেসব জায়গা তৈরি করা হয়েছিল সেগুলো কেটে ফেলেছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে বচসা বাধে দুষ্কৃতীদের সঙ্গে। খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের পুলিশবাহিনী এসে পুনরায় মাঠকে খেলার যোগ্য করে তোলে।