স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৯ নভেম্বর:
পৌরসভা ও পি ডব্লু ডি’র সরকারি জায়গা দখলের অভিযোগ উঠল সদ্যনিযুক্ত কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি বিক্রমজিৎ মাহাতোর বিরুদ্ধে। কৃষ্ণনগর পৌরসভার ২৩নং ওয়ার্ডের চার্চ রোড সংলগ্ন এলাকায় একাধিক জায়গা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিক্রমজিৎ সহ আরো অনেকের বিরুদ্ধে একই অভিযোগ পৌরসভায় জমা পড়েছে।
উল্লেখ্য বিক্রমজিৎ মাহাতো যুব তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। ওনার পরিবার ও আত্মীয় স্বজন মিলে ৫ জন তৃণমূল যুব কংগ্রেসে ও তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন গত ১ নভেম্বর।
এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ এই রাস্তা দখলে। ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ী অমিতাভ ঘোষ বলেন, রাস্তা সংলগ্ন জায়গা দিনের পর দিন দখল করে নিচ্ছে কিছু ব্যবসায়ী। এই দখলকৃত জায়গায় যদি গাছ লাগিয়ে এলাকাটি সুন্দর করে সাজানো হয় তো ভালো হয়। অপর এক বাসিন্দা বলেন রবীন্দ্রভবন থেকে সদর মোড়ের প্রধান রাস্তা বেশিরভাগ সময় যানযট থাকে। বাচ্চাদের স্কুল থেকে ফিরতে হয় এই রাস্তা দিয়ে কিন্তু এইভাবে রাস্তার দুই পাশ জবরদখল করার জন্য এই রাস্তাতেও যানযট লেগে যায়। প্রশাসনের একটু দৃষ্টিপাত করা দরকার।