স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ নভেম্বর:
গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে পলাশিপাড়া থানার পলশুন্ডা ভাটপাড়া এলাকায়। মৃতা স্ত্রীর নাম তুহিনা বিবি (২২)। বৃহস্পতিবার মৃতের পরিবার তুহিনার স্বামী রাহুল বরাতি সহ তার শ্বশুর শাশুড়ি ও দেওরের নামে পলাশিপাড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে কালীগঞ্জ থানার জানকী নগরের তুহিনার সাথে বিয়ে হয় পলাশিপাড়ার পলশুন্ডার রমজান বরাতির ছেলে রাহুলের সাথে। বিয়ের পর থেকে রাহুলের পরিবার তুহিনার উপর অত্যাচার করত বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ অতিরিক্ত পনের দাবিতে একাধিক সময়ে নির্যাতন করা হত ওই গৃহবধূকে। মৃত গৃহবধূর পরিবারের সদস্য সাইদুল শেখ বলেন, বিয়ের পর থেকে একাধিকবার তুহিনা নানান সমস্যার কথা জানিয়েছে। এমনকি নানান ঝামেলার কারণে একাধিকবার পলশুন্ডায় এসে গ্রামের লোকেদের সাথে বসে মীমাংসা করতে হয়েছে। মঙ্গলবার ও রাহুলের বাড়ি থেকে অত্যাচার চালানো হয় আমাদের মেয়ের উপর। যে কারণে ফোন করে বিষয়টি জানায়। পরের দিন অর্থাৎ বুধবার পাশের বাড়ি থেকে ফোন করে আমাদের জানানো হয় তুহিনা মারা গিয়েছে।
পলাশিপাড়া থানার পুলিশ জানিয়েছেন , অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হবে। রিপোর্টে সেরকম কিছু আসলে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হবে।