আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৪ অক্টোবর:
ঘূর্ণিঝড় আমফানে ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের বহু গাছ উপড়ে পড়ে। সেই গাছ কেটে কলেজের অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় নিজের বাড়ির জন্য আসবাব তৈরি করেছেন এবং কলেজের হোস্টেলের গার্ড অসীম দাস নিজের বাড়ির আসবাব তৈরি করেছেন বলে অভিযোগ তুলেছেন কলেজের পরিচালন কমিটির দুই সদস্য যাদব বৈদ্য ও অশোক পাত্র। এ বিষয়ে শনিবার ক্যানিং থানায় অধ্যক্ষ ও হোস্টেল গার্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লকডাউনের শুরু থেকেই বন্ধ কলেজ। তবু গত কয়েকদিন কলেজের ভিতরে কাঠের আসবাব তৈরির কাজ চলছে বলে খবর পান পরিচালন কমিটির সদস্যরা। সেই খবর পেয়ে শনিবার দুপুরে আচমকাই তাঁরা কলেজে হানা দেন। সেখানে গিয়ে দেখেন নতুন লাইব্রেরি ভবনের একটি ঘরে দুজন ছুতোর মিস্ত্রী আসবাব তৈরির কাজ করছেন। তারাই জানিয়েছেন আমফানে পড়ে যাওয়া গাছের কাঠ দিয়ে আসবাব তৈরি করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। কলেজে আসবাব তৈরির কথা অস্বীকার করেছেন তিনি। এ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন অধ্যক্ষ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।