দত্তপুকুরে কৃষকদের কাছ থেকে জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

সুশান্ত ঘোষ, বারাসাত, ২ জুলাই: জোর করে কৃষকদের তিনফসলি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল তিন জমি মাফিয়ার বিরুদ্ধে। এব্যপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কৃষকরা। ঘটনাটি উত্তর ২৪পরগনা জেলার সদর শহর বারাসত লাগোয়া দত্তপুকুরের বড়া ১ নম্বর মৌজা এলাকায়। এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন, কৃষক আক্রম আলী বিশ্বাস।

কৃষকদের অভিযোগ, এলাকার চিকিৎসক রাজ্জাক, জাহিদুল, কলাহামিদ নামে এই তিনজন জোর করে তাদের কাছ থেকে জমি লিখিয়ে নিচ্ছে। তাদের তিন ফসলী চাষের জমিতে বিল্ডিং করবে। চাষীরা বলেন, যদি এই চাষের জমিতে প্রোমোটিং হয় তাহলে আমাদের ভাগ চাষী ও অনিচ্ছুক চাষীদের প্রায় পনেরো সদস্যদের অনাহারে মৃত্যু বরণ করতে হবে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু সুবিচার না পেয়ে আমরা হাইকোর্টে মামলা করছি।

হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে জনস্বার্থের মামলা করবেন বলে জানান কৃষক আক্রম আলী বিশ্বাস। এছাড়াও এদিন ছোটজাগুলিয়া পঞ্চায়েতের অধীনে বড়া মৌজায় প্ল্যাকার্ড ব্যানার লাগিয়ে আন্দোলন শুরু করতে দেখা যায় কৃষকদের। তারা বলেছেন, এর সমাধান না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলন্র নামব।

এই বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপুকুর বড়া ১ নম্বর মৌজায় একশো কুড়ি বিঘা তিন ফসলী চাষের জমি রয়েছে। এই জমিতে স্থানীয় গ্রামবাসীরা আলু, গাজর, পটল সহ নানা সব্জি চাষ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু কয়েক মাস ধরে ওই জমি এক শ্রেণির মাফিয়া কিনে নিতে চাইছে। যাকে ঘিরেই এই বিক্ষোভ। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের দাবি, এটা সাব জুডিশিয়াল ম্যাটার এই বিষয়ে কিছু বলবো না। ঘটনাটি কোনও দিকে মোড়নেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *