জে মাহাতো, মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি:
কোটি – কোটি টাকা হাতানোর অভিযোগ উঠলো চন্দ্রকোনা ১ নং ব্লকের ঠাকুরহাটি সমবায় সমিতির ম্যানেজার খগেন্দ্রনাথ চৌধুরীর বিরুদ্ধে। এই অভিযোগ তুলে আজ বেলা বারোটা নাগাদ সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরে তারা লিখিত আকারে ডেপুটেশনদে দেন সমবায় সমিতি কর্তৃপক্ষকে।
ডেপুটেশন দেবার পর বিক্ষোভকারীরা যান প্রাক্তন ম্যানেজার খগেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে। বিক্ষোভকারী গ্রাহকরা খগেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে বাড়িতে নেই বলে জানান খগেন্দ্রবাবুর মেয়ে চন্দনা ঘোষ। প্রাক্তন ম্যানাজারকে খোঁজার জন্য গ্রাহকরা বাড়ির ভেতরেও তল্লাশি চালান।
বিক্ষোভকারী গ্রাহকরা জানান, তারা সমবায় সমিতির সেভিংস একাউন্ট থেকে টাকা আনতে গেলে তাদের পাঁচশ কিংবা হাজার টাকা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে আরো টাকা তুলতে গেলে সমবায় সমিতির কর্মচারীরা বলেন, এখন সমিতিতে টাকা নেই। এই নিয়ে দীর্ঘ দেড় বছর সমবায় কর্তৃপক্ষ এবং গ্রাহকদের মধ্যে টানাপোড়েন চলে।

জানাগিয়েছে, ওই সমবায় সমিতিতে দুই হাজারের বেশি গ্রাহক রয়েছে। প্রায় চার – পাঁচ কোটি টাকার কোনো হিসেব নেই কর্তৃপক্ষের কাছে, যা নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরাl গ্রাহকরা এ বিষয়ে প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নিl কর্তৃপক্ষ দশ দিনের মধ্যে টাকা ফেরানোর ব্যবস্থা না করলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। এ বিষয়ে খগেন্দ্রনাথ চৌধুরীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নিl

