আমাদের ভারত, হাওড়া, ৮ সেপ্টেম্বর: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া এক ব্যক্তির মৃতদেহ বদলের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ বদল করে দিয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
জানাগেছে, হাওড়ার শিবপুরের বাসিন্দা আকতার আলী (৪৪) দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যা নিয়ে ভুগছিলেন। কলকাতার মানিকতলা ইএসআই হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা হচ্ছিল। ৩ সেপ্টেম্বর শারীরিক সমস্যা নিয়ে আকতার আলী ইএসআই হাসপাতালে ভর্তি হন। ৪ সেপ্টেম্বর তার করোনা পরীক্ষা হলে শনিবার রিপোর্ট পজিটিভ আসে। রাতেই আকতার আলীকে ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতের পরিবার সূত্রে খবর, রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আকতার আলী হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তারা জানান, সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আকতার আলীর মৃত্যু হয়েছে। এরপরই মঙ্গলবার সকালে মৃতের পরিবার ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে আসে। তাদের অভিযোগ সকালে আসার পর তারা হাসপাতাল কর্তৃপক্ষকে মৃতদেহ একবার দেখানোর জন্য অনুরোধ করলেও কর্তৃপক্ষ টালবাহানা করতে থাকে। পরে বিকেলে তাদেরকে মৃতদেহ দেখানো হয়। মৃতের পরিবারের অভিযোগ, তাদের যে মৃতদেহ দেখানো হয়েছে সেটা আকতার আলীর নয়। এদিন তারা আক্তার আলীর মৃতদেহ দেখানোর জন্য কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করতে থাকে।
যদিও সঞ্জীবন হাসপাতালের কর্ণধার ডা: শুভাশিষ মিত্র জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ওই ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় তাকে নানা রকম ওষুধ দেওয়ায় এবং মৃত্যুর পর অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ায় মৃতদেহ ফুলে গেছে কোনও বদল করা হয়নি মৃতের পরিবার ভিত্তিহীন অভিযোগ করছে। মৃতের পরিবার যদি চায় তাহলে মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ পরীক্ষা করাতে হাসপাতাল কর্তৃপক্ষ রাজি বলে জানায় শুভাশিষ মিত্র।