মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ, অবরোধ বিক্ষোভ গাইঘাটায়

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ মে: স্কুলের পঠন পাঠন ঠিক ভাবে হচ্ছে না। মিড-ডে মিল প্রকল্পে কয়েক লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমা পঞ্চায়েতের ঝিকরা হাইস্কুলে। প্রধান শিক্ষক ও স্কুল কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার সকালে স্মারকলিপি দিলেন অভিভাবক, শিক্ষানুরাগী এবং ওই এলাকার গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সহ কমিটি চাল চুরি ও অর্থ তছরুপের বিরুদ্ধে শনিবার সকাল ১১টা থেকে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন অবরোধকারীরা।

এ দিনের এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ডুমা পঞ্চায়েতের ঝিকরা হাইস্কুলে বেশ উত্তেজনা ছিল। গ্রামবাসীদের অভিযোগ, গাইঘাটার ডুমা পঞ্চায়েতের ঝিকরা হাইস্কুলের মিড ডে মিল নিয়ে চরম দুর্নীতি হয়েছে। লক্ষ লক্ষ টাকা তছরুপ করা হয়েছে। প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে স্কুলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

তারা বলেন, ‘পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩২২ জন পড়ুয়া আছে৷ তাদের মধ্যে স্কুলে ২০০ জন উপস্থিত থাকলেও মিড ডে মিল খায় ৮০ থেকে ১০০ জন। কিন্তু হিসাবে দেখানো হয় প্রায় ৩০০ জন করে৷ এভাবেই কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছে স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষক৷ অভিযুক্তদের শাস্তির দাবিতেই তাদের এই বিক্ষোভ অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *