আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ অক্টোবর: গাইঘাটাতে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মারধর করা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠলো| অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম প্রসেনজিৎ বিশ্বাস| তাঁর বাড়ি গাইঘাটার মহিষাগাটিতে| সে গাইঘাটা থানাতে কর্মরত| আর অভিযোগকারীর নাম অনুপ কুমার ধাবক| তাঁর বাড়িও মহিষাগাটিতে|
জানাগিয়েছে, অনুপ কুমার ধাবকের ভাই পিন্টু ধাবকের স্ত্রীর সাথে এলাকার সিভিক ভলান্টিয়ার প্রসেনজিৎ বিশ্বাসের মেলামেশা নিয়ে এই বিবাদ। গত দেড় বছর যাবদ পিন্টু ধাবক ও প্রসেনজিৎ বিশ্বাসের বিবাদ চলছিলো| পিন্টু ধাবক ও তাঁর পরিবার প্রসেনজিৎ বিশ্বাসকে এই মেলামেশায় বাধা দিত| অভিযোগ, সে কারণেই মাঝেমধ্যেই রাতে মদ্যপ অবস্থায় প্রসেনজিৎ পিন্টুর বাড়ি এসে গালিগালাজ ও হুমকি দিতI অভিযোগ, সোমবার রাতেও মদ্যপ অবস্থায় এসে প্রসেনজিৎ গালিগালাজ করছিল। তখন পিন্টুর দাদা অনুপ কুমার ধাবক তাকে বাধা দিতে গেলে প্রসেনজিৎ তাঁকে বেধড়ক মারধর করে৷ পিন্টু ধাবক ও অনুপ কুমার ধাবককে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় সে। এমনকি সিভিক ভলেনটিয়ার হওয়ার দরুন পুলিশ তার কিছুই করবে না বলেও ভয় দেখায়। ঘটনায় মঙ্গলবার গাইঘাটা থানায় আক্রান্তদের তরফ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ।