আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: রাজনৈতিক হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মেদিনীপুরের সবং। বিজেপির সভা চলাকালীন অতর্কিতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, হামলা চালানোর সময় ব্যাপক বোমাবাজি সহ বেশকিছু গাড়ি ভাঙ্গচুর করা হয়েছে। ঘটনায় ৬ জন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জেলা বিজেপি সভাপতি শমিত দাস অভিযোগ করেছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
জানাগিয়েছে, শনিবার সন্ধ্যায় সবংয়ের দশ নম্বর ভেমুয়া অঞ্চলে বিজেপির সাংগঠনিক মিটিং চলাকালীন অতর্কিতে হামলা চালায় জনাকয়েক দুষ্কৃতী। দুষ্কৃতীরা প্রত্যেকেই শাসকদলের কর্মী বলে অভিযোগ বিজেপির। বিজেপির মিটিং লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়। ভাঙ্গচুর করা হয় মিটিংয়ে যোগদানকারী বিজেপি কর্মীদের বাইক। মারধর করা হয় মহিলা বিজেপি কর্মীদেরও। আহত ৬ জন বিজেপি কর্মীকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ওই ঘটনা ঘটেছে।