আমফানের টাকা নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও ব্যতিক্রমী নদিয়ার বীরনগর পৌরসভা

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ জুন:
সারা রাজ্যে যেখানে আমফানের টাকা নিয়ে তছরুপের অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে সেখানে নদিয়ার একমাত্র ব্যতিক্রমী পৌরসভা হিসাবে বীরনগর পৌরসভার নাম উঠে এসেছে। যেখানে এখনো পর্যন্ত কোনো দুর্নীতি বা স্বজনপোষণ হয়নি বলেই মানুষ মনে করছেন।

এ বিষয়ে প্রাক্তন তৃণমূলের বীরনগর পৌরসভার চেয়ারম্যান পার্থ চ্যাটার্জি জানান, আমি প্রায় ৪০ বছর ধরে এই পৌরসভায় জনপ্রতিনিধি হিসেবে আছি। আমি যখন কোনও কাজ করি তখন লুকিয়ে কিছু করি না। আমফানের বিষয় নিয়ে বীরনগরে কিছু দরখাস্ত জমা পড়েছে। আমি সেই দরখাস্ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার পৌরসভার যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের কাছে আমি দরখাস্তগুলো পাঠিয়ে দিয়েছি। তারা প্রতিটা বাড়ি গিয়ে সরকারিভাবে তদন্ত করছে। সেখানে আমরা রাজনৈতিকভাবে কোনও রকম হস্তক্ষেপ করছি না। তার ফলে আমার মনে হয় ১০০ ভাগ কাজ না হলেও অনেকটাই কাজ পরিষ্কার হয়েছে। আমি যদি ঘরে বসে বসে এগুলো করতাম তাহলে হয়তো এগুলোই হতো বা আমি যদি কাউন্সিলরদের মাধ্যমে আমফানে ক্ষতিগ্রস্থদের টাকা দিতাম তাহলেও হয়তো অন্যান্য পুরসভার মতোই আমার হাল হত। সে ক্ষেত্রে আমার পরিষ্কার তালিকা হওয়ার ক্ষেত্রে একটা ক্ষুদ্র প্রচেষ্টা। বীরনগর মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে প্রত্যেক বাড়িতে অনুসন্ধানের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *