আমাদের ভারত, নদিয়া, ২৭ ফেব্রুয়ারি: শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিত্যানন্দ পাড়ায় সিপিআইএম কর্মী বাসুদেব বিশ্বাসের বাড়ি ভাঙ্গচুরের অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
বাসুদেব বিশ্বাসের স্ত্রী জানান, ভোট প্রায় শেষের দিকে, এমন সময় হঠাৎ পাড়ার কিছু তৃণমূল কর্মী যাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক তারাই হঠাৎ এসে বলে, “কাকা এ কাজটা ভালো করলো না”। তারপর লাঠিসোঁটা দিয়ে ভেঙ্গে দেয় ট্যাপ কল, টিনের দরজা, আয়নার কাঁচ। ভয়ে গ্রিলে তালা দিয়ে, প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিই। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ
আসেনি বলে জানাগেছে।
অপর দিকে ২ জার ভর্তি বোমা উদ্ধার করলো শান্তিপুর থানার পুলিশ। পুরো নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজি চলে। তারপরেই দু জার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।