আমাদের ভারত, পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি: পুরুলিয়ার এক কিশোরীকে প্রহারের অভিযোগ এনে জাতীয় তফশিলি জাতি-উপজাতি কমিশনকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহতো। বিজেপি নেতা অমিত মালব্য বৃহস্পতিবার ওই প্রহারের কড়া সমালোচনা করেছেন।
চিঠিতে জ্যোতির্ময়বাবু পশ্চিমবঙ্গে উপজাতিদের অধিকার ও সম্মান বজায় রাখার ব্যবস্থা হোক বলে দাবি করেছেন। অভিযোগ, সোনামণি হেমব্রমদের (১৯) বাড়িতে পুলিশ যখন এসেছিল, তাতে কোনও মহিলা প্রতিনিধি ছিলেন না। তার বাবার ৪০ হাজার টাকা জোর করে পুলিশ নিয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। অবিলম্বে এ ব্যাপারে হস্তক্ষেপ ও তদন্তের আর্জি চিঠিতে জানিয়েছেন জ্যোতির্ময়বাবু।
এদিকে, এই চিঠি এবং আহত কিশোরীকে উদ্ধারের ৩৫ সেকেন্ডের ভিডিও-সহ বিজেপি নেতা অমিত মালব্য বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “পশ্চিমবঙ্গে উপজাতিদের বিরুদ্ধে পুলিশের বর্বরতা শুধু সন্দেশখালিতে সীমাবদ্ধ নয়। শাহজাহান শেখের লালসার শিকারদের সাথে দেখা করতে যখন জাতীয় তফশিলি উপজাতি কমিশন বাংলায়, ঠিক তখনই পুরুলিয়ায় আরও একটি আদিবাসী মেয়ে নির্মম অত্যাচারের শিকার হল। সাঁওতাল আদিবাসী লখিরাম হেমব্রমের মেয়ে সোনামণি হেমব্রমকে (১৯) তার বাবার বাড়িতে মদ তৈরি সন্দেহে কোটশিলার ওসি মারধর করেছে। মেয়েটি প্রায় মারা গেছে। স্থানীয় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহতো তাকে উদ্ধার করেন। তিনি এসসিএসটি-কে তাদের হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি লিখেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পুলিশ-নিয়ন্ত্রিত রাজ্যে সঙ্কুচিত করেছেন। সেখানে মহিলারা সহ কেউই নিরাপদ নয়, বিশেষ করে তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের লোকেরা।”

