গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৫ ডিসেম্বর: এক গৃহবধূকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ আরান্ডি দুই নম্বর অঞ্চলের রায়পুর এলাকায়। বর্তমানে ওই গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবকের নাম সন্দীপ দেবনাথ। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আরামবাগ থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, ওই গৃহবধূর সঙ্গে ওই যুবকের একসময় অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে ওই গৃহবধূ সরে আসে, তারপর থেকে আর ওই যুবকের সাথে সম্পর্ক রাখেনি। গৃহবধূ ওই যুবকের সাথে সম্পর্ক না রাখায় মাঝেমধ্যেই তাকে কটুক্তি ও হেনস্থা করত বলে অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এরপর শুক্রবার ওই মহিলা যখন বাড়ি থেকে বের হয়, সেই সময় ওই যুবক তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। তারপর তাকে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে।
পরে ওই মহিলার মা শেফালী পাত্র আরামবাগ থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। শনিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।