আশিস মণ্ডল, আমাদের ভারত, ৪ আগস্ট: পাঁচ লক্ষ টাকার বিনিময়ে প্রধানের পদ বিক্রির অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এনিয়ে এলাকায় পোষ্টার পড়েছে। কিন্তু কারা পোস্টার সাঁটালো তা জানা যায়নি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন অঞ্চল সভাপতি মহম্মদ ফইজুদ্দিন।
বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৭টি। তার মধ্যে তৃণমূল একাই ১২টি দখল করে। এছাড়া বিজেপি ১ এবং ৪ টি বাম কংগ্রেস জোট দখল করে। প্রধানের পদে অঞ্চল সভাপতি মহম্মদ ফইজুদ্দিনের পছন্দের প্রার্থী হাসিনা শেখ। তাকে প্রধানের পদে বসাতে ইতিমধ্যে মোটা অঙ্কের টাকার লেনদেন করা হয়েছে বলে অভিযোগ। পোস্টারে লেখা হয়েছে অঞ্চল সভাপতি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে প্রধান পদ বিক্রি করছেন।
মহম্মদ ফইজুদ্দিন বলেন, “আমি বাইরে আছি। তবে যেহেতু আমার অঞ্চলের ফলাফল খুব ভালো হয়েছে সেই কারণে বিরোধীরা পোষ্টার সাঁটাতে পারে। অভিযোগ ঠিক নয়”।
নলহাটি ২ নম্বর ব্লক কার্যকারী সভাপতি আবু জাহের রানা বলেন, “ওই অঞ্চল সভাপতি আমাদের খুব সক্রিয়। তার নেতৃত্বে আমরা পঞ্চায়েত দখল করেছি। তিনটি পঞ্চায়েত সমিতির আসন জিতেছি। এটা বিরোধীদের চোখে ভালো লাগছে না। তাই রাতের অন্ধকারে এসব নোংরামি করছে বিরোধীরা”।
সিপিএমের জেলা কমিটির সদস্য খাইরুল বাসার বলেন, টাকা নিয়ে প্রধান পদ বিক্রিটা কোনো অন্যায় বলে আমি মনে করি না। কারণ যে দলে গরু, কয়লা, বালি, পাথর এমনকি চাকরি বিক্রি হয় সেখানে প্রধান পদ বিক্রিটা আশ্চর্যের কিছু নয়। এটাই তৃণমূলের সংস্কৃতি”।