আমাদের ভারত, ২১ মে: গতকাল রাত থেকে বেলদা থানা এলাকার যে সমস্ত গ্রামবাসীদের খড়ের চালা যুক্ত মাটির বাড়ি রয়েছে তাদের উদ্ধার করে বিভিন্ন স্কুলে রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এরকম প্রায় ২০০০ জনকে তারা উদ্ধার করে বিভিন্ন স্কুল ঘর রেসকিউ সেন্টারগুলিতে রেখেছেন। গতকাল রাত থেকেই উদ্ধার কাজ শুরু হয়।কিন্তু গতকাল রাত থেকে আজ সকাল ১০ টা পর্যন্ত কোনও রকম খাদ্য সামগ্রী পুলিশ প্রশাসন বা কোনও রাজনৈতিক দল তাদের দিয়ে যায়নি বলে অভিযোগ করেন আশ্রয় শিবিরে থাকা গ্রামবাসীরা।
ওই আশ্রয়স্থলের কোথাও রান্না করার ব্যবস্থাও নেই। যেটুকু শুকনো খাবার ছিল তা দিয়েই চালাচ্ছে তারা। পরে অবশ্য বেলদা থানার পুলিশের পক্ষ থেকে সকাল দশটার কিছু পরে মুড়ি, চানাচুর, বিস্কুট ও ছোট ছোট বাচ্চাদের খাবার জন্য আমুলের দুধ দেওয়া হয়। তা পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। তবে আশ্রয়প্রার্থীদের অনুরোধ ও দাবি, আমরা যারা বড়রা রয়েছি তাদের খাবার না দেওয়া হলেও অন্ততপক্ষে বাচ্চাদের জন্য এক বেলা ভাতের ব্যবস্থা করুক প্রশাসন।