আমাদের ভারত, হুগলী, ১১ মে: গতরাতে ভদ্রেশ্বর তেলেনিপাড়া এলাকায় হিংসা ছড়ায়। বেশ কয়েকটি দোকান লুঠ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রচুর পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
সোমবার বেলার দিকে বাবুবাজার অন্নপূর্ণা মন্দিরের সামনে থেকে ওই এলাকায় যাওয়ার চেষ্টা করেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু আবাসন থেকে বেরোনোর পরই তাঁর পথ আটকায় পুলিশ। এলাকায় উত্তেজনা তাই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া যাচ্ছে না বলা হয়। ঘটনাস্থলে হাজির পুলিশকর্তাদের সাথে শুরু হয় বচসা। শেষে সাংসদকে চন্দননগর থানায় নিয়ে যায় পুলিশ। লকেটের অভিযোগ, “লকডাউনের সময়ে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা বাধাতে চাইছে একটি বিশেষ সম্প্রদায়। রাজ্য সরকার যা প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ।”