আমাদের ভারত, নদীয়া, ৪ সেপ্টেম্বর: শান্তিপুর থানার ফুলিয়ায় এক ভন্ড সাধুর বিরুদ্ধে অভিযোগ উঠল মহিলাদের শ্লীলতাহানীর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ফুলিয়ায়।
ফুলিয়া টাউনশিপ ৭৪ নম্বরের তৃণমূলের বুথ সভাপতি সুব্রত সাহা জানান, এই সাধু একটা ভন্ড, প্রতারক। ইনি অনেকদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মা-বোনদের কটূক্তি এবং নানাভাবে বিরক্ত করছেন। মা বোনদের সঙ্গে অশ্লীল আচরণ করছেন। তাঁদের শ্রীলতাহানি করছেন। ইনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ওঠেন, আবার তাড়া খেয়ে অন্য জায়গায় চলে আসেন। অনেকদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মা-বোনদের কটূক্তি এবং নানাভাবে বিরক্ত করছিলেন। বহুদিন ধরে আমরা এঁনাকে খুঁজছিলাম। আজ ওঁনাকে আমরা হাতেনাতে ধরেছি। আর যাতে কোনো মহিলাকে উত্ত্যক্ত বা শ্রীলতাহানি করতে না পারে সেই জন্যই আজকে ওনাকে থানায় নিয়ে আসা। আমরা চাই ওঁনার কঠিন শাস্তি হোক।


