আমাদের ভারত, নদিয়া, ১৩ নভেম্বর: আরপিএফ এর আধিকারিকদের নাম করে রানাঘাট রেল স্টেশনে তোলাবাজি চালানোর অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। জোর করে হকারদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।
সূত্রের খবর, রানাঘাট রেল স্টেশনে দীর্ঘদিন যাবৎ হকারদের কাছ থেকে আরপিএফ আর নাম করে বল পূর্বক তোলাবাজি চালাচ্ছিল বিশ্বনাথ নন্দী (জগা) নামের এক ব্যক্তি। এই বিষয়ে বারবার বিভিন্ন হকার সংগঠনের পক্ষ থেকে রানাঘাট আরপিএফ এর কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে রানাঘাট জিআরপি অফিসে ওই যুবকের বিরুদ্ধে যৌথ ভাবে লিখিত অভিযোগ দায়ের করলো INTTUC, INTUC ও CITU। অভিযোগ দায়ের এর পর এই শ্রমিক সংগঠনগুলি ওই যুবকের অবিলম্বে গ্রেফতারি না হলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট জিআরপি থানার পুলিশ।