আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ আগস্ট: স্বামী অবৈধ সম্পর্ক প্রতিবাদে জেরে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার বধুয়ায়। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম, মমতা বিবি (৩০)।জা
জানাগেছে, সাত বছর আগে বিয়ে হয় কান্দি মুনিগ্রামের বাসিন্দা মমতা বিবি সাথে বড়ঞাঁ থানার বধুয়া গ্রামের বাসিন্দা সুফল সেখের। বর্তমানে তিনটি সন্তান রয়েছে। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামী সুফল সেখ তার বৌদি বোনের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক লিপ্ত রয়েছে। সেই ঘটনার প্রতিবাদ করায় এবং অতিরিক্ত পনের জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। সেই কারনে শনিবার দুপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূর উপর গায়ে কেরোসিন তেল ঢেল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

