পুরুলিয়া শহরে পুকুর ভরাট করে বাড়ি তৈরীর অভিযোগ

সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: পুরুলিয়া শহরে পুকুর ভরাট করে বাড়ি তৈরীর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুরুলিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নডিহার এলাকার ঘটনা। পুকুর ভরাট করে তৈরি হচ্ছে বাড়ি। স্থানীয়দের কাছ থেকে এই অভিযোগ পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী ঘোষ। বন্ধ করে দেওয়া হয় বাড়ি নির্মাণের কাজ। স্থানীয় কাউন্সিলর মৌসুমী ঘোষ জানান, আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কাজ। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে।

স্থানীয়দের দাবি, “বড় জলাশয় আশেপাশে আর নেই। দুর্নীতির আশ্রয় নিয়ে পুকুর বুঁজিয়ে বাড়ি তৈরি শুরু হয়েছে। এই জলাশয়ের উপর স্থানীয় বাসিন্দারা নির্ভরশীল। সামাজিক ধর্মীয় কাজ ছাড়াও নিত্যকর্মের জন্য এই জল ব্যবহার হয়। এইভাবে পুকুর ভিজে গেলে আমরা চরম সমস্যায় পড়বো। এটা বন্ধ করতে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি।”

এদিকে জমির মালিক শুভাশিস কুমার বলেন, “এটা জলা জমি নয়। গোড়া জমি। ওই জমিতে ইট ভাটা ছিল। সেখানে জল জমতো। তার কাছে সব রকম কাগজপত্র রয়েছে। সেখানে বাড়ি তৈরিতে সমস্যা কোথায়?” ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে স্থানীয় পুরপ্রধান নবেন্দু মাহালি ঘটনাস্থলে পৌঁছান। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *