আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জানুয়ারি :
বিজেপি কর্মী ও তার স্ত্রীকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার মহম্মদপুর এলাকায়। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিমবাড় গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী নিতাই প্রামাণিক। গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নিতাই প্রামাণিক ও তার স্ত্রী রাধারানী প্রামাণিককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
(এএসআই অনিরুদ্ধ চক্রবর্তী)
খবর পেয়ে অপহৃত বিজেপি কর্মীদের উদ্ধার করতে যায় ভগবানপুর থানার পুলিশ। সেখানে দুষ্কৃতীদের হাতে আহত হয়েছেন ভগবানপুর থানার এএসআই অনিরুদ্ধ চক্রবর্তী। তার মাথায় আঘাত লেগেছে। ভোররাতে একটা ঝোপের মধ্য থেকে বিজেপি কর্মীরা উদ্ধার করেছে অপহৃত বিজেপি কর্মী ও তার স্ত্রীকে। আহত বিজেপি কর্মী ও তার স্ত্রীকে ভগবানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের তমলুক জেলা হাসপাতালে রেফার করেছে।