সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ডিসেম্বর: রাজ্য সহ জেলা, অঞ্চল স্তরের সমস্ত চোরদের আগামী দিনে জেলে যেতে হবে, বিজেপি সেই ব্যবস্থা করছে বলে মন্তব্য করেন বিজেপি নেতা তথা রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তেওয়ারি। আজ তালডাংরা বিধানসভা ক্ষেত্রের দুর্নীতির অভিযোগপত্র পেশ করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য থেকে জেলা স্তরেই শুধু নয়, গ্রামাঞ্চলে সব তৃণমূলের নেতা- কর্মীদের তথ্য সংগ্রহ করে রাজ্য দপ্তরে পেশ করা হয়েছে। যথা সময়ে ব্যবস্থা হবে। কোনও দুর্নীতি পরায়ণ, চোর বাইরে থাকতে পারবে না আগামী দিনে বিজেপি সেই ব্যবস্থা নেবে।

এদিন তিনি তালডাংরা বিধানসভা এলাকায় ঘটে যাওয়া নারী নির্যাতন, ধর্ষণ, খুন, রাস্তা নির্মাণ থেকে বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে তার অভিযোগ পত্র তুলে ধরেন। এদিনের কর্মসূচিতে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ এলাকার মন্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন। এদিন তিনি এলাকার দলীয় কর্মকর্তাদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ও সংগঠন বিষয়ে আলোচনা করেন।

