জে মাহাতো, মেদিনীপুর, ১৭ আগস্ট: রবিবার রাতে প্রকাশিত পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী সবং ব্লকের একটি পরিবারের ছয় জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেনl রিপোর্টে ওই পরিবারের চারজনের করোনা পজিটিভ উল্লেখ করা হয়েছেl এর আগে ওই পরিবারের এক কিশোর সহ আটত্রিশ বছর বয়সের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসেl তারা হোম আইসোলেশনে ছিলেনl সবমিলিয়ে ওই পরিবারের ছ জন আক্রান্ত হয়েছেনl তাদের সকলকেই ডেবরা সেফ হোমে রাখা হয়েছেl
শনিবার র্যাপিড এন্টিজেন টেস্টে নারায়ণগড় ব্লকের বিডিওর করোনা পজিটিভ রিপোর্ট আসায় চাঞ্চল্য ছড়ায়l এরপর বেলদা গ্রামীণ হাসপাতালে দুই কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানা গেছেl ওই দুই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে কারা কারা এসেছেন তার খোঁজ শুরু হয়েছেl

