আমাদের ভারত, আরামবাগ, ১৮ নভেম্বর: তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের বাতানোর গ্রাম পঞ্চায়েতের মরারপাড় বাজার এলাকা। ঘটনা জেরে বাজারের সমস্ত দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল লেগেই রয়েছে প্রতিনিয়ত, যার জেরে বাজারে আসতেও মানুষ ভয় পায়। যার জেরে বাজারে সমস্ত ব্যবসায়ীরা খরিদ্দার না পেয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। জানা গেছে গতকাল রাত থেকে তৃণমূলের দুই গোষ্ঠী– যুব তৃণমূল গোষ্ঠীর নেতা কাঞ্চন মুন্সি ও মাদার তৃণমূল নেতা তথা বাতানাল গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘদিন ধরেই এই দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে প্রায় সময়ই উত্তপ্ত হয়ে ওঠে।
বাজারে ব্যবসায়ীদের অভিযোগ, যার ফলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বাজারে আর আসছেন না কোনও খরিদ্দার। ফলে লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। আজ সকালে আবার ওই দুই গোষ্ঠীর মধ্যে বোমা বাজি শুরু হয়ে যায়। হঠাৎ এই বোমাবাজির জেরে দোকানদাররা প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকছে, যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার এলাকার ক্ষতিগ্রস্ত। ভাঙ্গচুর, মারামারি বোমাবাজি ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই স্থানীয় ব্যবসাদাররা বাজারের সমস্ত দোকান বন্ধ রেখে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। দোকানদাররা জানিয়েছেন, তারা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।বএই রাস্তা দিয়েই স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতায়াত করে। বোমাবাজি, ভাঙ্গচুর, মারামারির ফলে রাস্তা দিয়ে তারা ভয়ে ভয়ে যাতায়াত করে।